সন্তানহারা বি প্রাক, সোশ্যাল মিডিয়ায় জানালেন যন্ত্রণার কথা
তাঁর গানে আলাদা জাদু রয়েছে। কেশরি ছবির তেরি মিট্টি হোক বা শেহশাহ ছবির মন ভরেয়া। বি প্রাকের গান সকলেরই মন ছুঁয়ে যায়।কিন্তু তার জীবনেই হটাত আশঙ্কার কালো মেঘ। নিজের সদ্যোজাত সন্তানকে হারিয়েছেন তিনি। আর এই যন্ত্রণার খবরটা নিজেকেই সোশ্যাল মিডিয়াতে জানাতে হয়েছে। দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় দিন গুনছিলেন তারকা দম্পতি। কিন্তু আচমকাই এই শোকবার্তা দিলেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় নিজের বিধ্বস্ত অবস্থার কথা জানিয়েছেন বি প্রাক। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, অত্যন্ত কষ্টের সঙ্গে জানাচ্ছি আমাদের সদ্যোজাত সন্তান জন্মের পরেই মারা গিয়েছে। মা-বাবা হিসেবে এটা আমাদের জীবনের অত্যন্ত কষ্টের সময়। আমি সমস্ত ডাক্তার ও নার্সদেকর ধন্যবাদ জানাতে চাই যাঁরা এতটা চেষ্টা করেছেন। এই কঠিন সময়ে আমরা আপনাদের সহযোগিতা আশা করছি। তিনি আরও জানান, আমরা ভেঙে পড়েছি, দয়া করে আমাদের একটি গোপনীয়তা বজায় রাখার সুযোগ দিন।